তুমি জন্মেছিলে বলে
ভালোবাসা জন্মেছিল।
হৃদয়পটে জমেছিল
অনুভূতির উষ্ণ শিশির।
সে শিশির আজও এক
অক্ষয় হিমালয়।
বরফ শীতল চাদরে ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন