শনিবার, ৩ এপ্রিল, ২০২১

কালো চোখের মেয়ে

তোমায় রাখি খুব গোপনে

বুকের গহীন ভাজে।

যেমন করে সূর্য লুকায়

মায়া ভরা সাঝে।

সাঝ আকাশের আধার ভাঙা 

তুমি যে শুকতারা

তোমায় ভালোবাসতে পেরেই

হলাম আত্নহারা।

কাজল কালো চোখের মেয়ে

হৃদয় জুড়ে আলো।

হাতেই যখন হাত রেখেছ

বাসবো তোমায় ভালো।


মুহাম্মাদ আজাদ রহমান 

20 চৈত্র 1427/ ঢাকা।


1 টি মন্তব্য: