সোমবার, ২ আগস্ট, ২০২১

জন্মদিন

 তুমি জন্মেছিলে বলে

ভালোবাসা জন্মেছিল।


হৃদয়পটে জমেছিল 

অনুভূতির উষ্ণ শিশির।


সে শিশির আজও এক

অক্ষয় হিমালয়।


বরফ শীতল চাদরে ঢাকা।

বুধবার, ৭ এপ্রিল, ২০২১

এসো জিহাদ করি

এসো জিহাদ করি!


মরূর বুকে ঘোড়ার পিঠে

স্বপ্নবাজী নয়।

হাতে হাত রাখো করবো জিহাদ 

যেমন করতে হয়।


রাস্তার যতো কষ্টদায়ক ময়লা 

জমানো ধুলি,

সুন্নাত ভেবে করি ছিমছাম

জিহাদের হাক তুলি।


বেসিক যখন পনের তখন 

বাসাভাড়া দাও ত্রিশ,

এমন চাকুরী করছো কর্তা

রোজগার হলো বিষ!


ভেজাল দ্রব‍্য জেনে বুজে বেচো

গায়ে পাঞ্জাবি দাড়ি,

মানুষ ঠকিয়ে তুমি কি আখেরে

জান্নাতে দেবে পাড়ি?


মাদ্রাসা আজ রুটি রুজি দেয়

রাস্তায় তোলে ভিক্ষা 

কুঠার হাতে রাসূল দিয়েছে 

নাওনি এখনো শিক্ষা?


দরগায় ওরে ভূড়ি বের করে

কুর্তা জড়ানো পীর

ফজর আজকে পরতে পারেনি

মুরিদ এনেছে ক্ষীর।


ডাক্তার সাব বিলেত ফেরত 

উপমহাদেশে বেষ্ট,

মাথাব্যথা নিয়ে দর্শনে গেলে

ছত্রিশখানা টেষ্ট।


কেমন করে তোমার উপর 

জিহাদ ফরজ হয়,

খাছিলাত-এ এখনো তুমি 

মানুষ ই তো নয়!


এসো জিহাদ করি,

হাতে হাত ধরি

জিহাদ-এ- আকবার।

উন্নত হোক শিক্ষা-বিবেক

সুনীতি'র তলোয়ার।




মুহাম্মাদ আজাদ রহমান 

25 চৈত্র 1427/ঢাকা 

শনিবার, ৩ এপ্রিল, ২০২১

কালো চোখের মেয়ে

তোমায় রাখি খুব গোপনে

বুকের গহীন ভাজে।

যেমন করে সূর্য লুকায়

মায়া ভরা সাঝে।

সাঝ আকাশের আধার ভাঙা 

তুমি যে শুকতারা

তোমায় ভালোবাসতে পেরেই

হলাম আত্নহারা।

কাজল কালো চোখের মেয়ে

হৃদয় জুড়ে আলো।

হাতেই যখন হাত রেখেছ

বাসবো তোমায় ভালো।


মুহাম্মাদ আজাদ রহমান 

20 চৈত্র 1427/ ঢাকা।


বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

Mayaboti

gvqveZx


KweZvi Rj

K‡i Ujgj, †Zvgvi `„ß †PvL!

Zey eÜ

‡cÖ‡g AÜ ü`q †Zvgvi †nvK|

wcÖqZ‡gly,

bxjvf ¯^cœxj mܨv

KZ Kve¨ `xNj ivZ !

‡Zvgvi †cÖ‡g, AeMvn‡b

‡dvUvj cÖfvZ|

                gynv¤§v` AvRv` ingvb

                  XvKv/18.02.2021